একদা এক বনে একটা শেয়াল তার শেয়ালিনি এবং দুই শন্তানের সাথে একটা গুহায় বাস করতো। বনে খাবারের অভাব দেখা দেওয়াই তাঁরা পাশের বনে জাবার সিদ্ধান্ত নিল। কিছু দিন হাঁটার পরেই তারা পাশের বনে পাচ্ছে গেল। মাজ রাত সাথে বৃষ্টি নামলো। সকলে বৃষ্টিতে ভিজে ঠান্ডায় কাঁপতে শুরু করল। শেয়াল চার দিকে তাকিয়ে দেখি একটা গুহা খুঁজে পায়। তার রাত সে গুহাতে থাকার সিদ্ধান্ত নিল। সকালে উঠে শেয়াল গুহার সমনে কিছু পায়ের ছাপ দেখতে পাই, যদিও সারা রাত বৃষ্টি হয়েছে তবুও মাটিতে থাকা পায়ের ছাপ দেখে শেয়াল বুঝতে পারলো এ পায়ের ছাপ বাঘের। শেয়াল হঠাৎ কারো চলার শব্দ শুনতে পারল। একটু ভালো ভাবে তাকিয়ে দেখি শেয়ালের ভয়ে মনে হচ্ছে দম বন্দ হয়ে গেল।